ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালদ্বীপে সাফা কনফারেন্সে ড. সেলিমের যোগদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ২০ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর উদ্যোগে মালদ্বীপে “সাসটেইনএবিলিটি স্ট্যান্ডার্ডস” শীর্ষক সাফা কনফারেন্স-২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন এফসিএমএ, এফসিএ। 

আলোচনায় ড. সেলিম বলেন, বৈশ্বিক রুপকল্প এবং লক্ষ্য যথাক্রমে “একবিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যত” এবং ২০৫০ এ নেট জিরো ট্রানজিশন অর্জনে টেকসই মান এবং রিপোর্টিং এর বাস্তবায়ন ছাড়া অন্য কোন বিকল্প নেই। মোদ্দকথায় টেকসই মান গ্রহণ এবং সঠিক বাস্তবায়নে টেকসই ধারণাকে বোর্ড রুম থেকে ইঞ্জিন রুমে নিয়ে আসতে হবে। এই ব্যাপারে সরকার, ব্যবসা প্রতিষ্ঠান এবং স্টেকহোল্ডারগনের যার যার বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। টেকসই মান বাস্তবায়নে সরকারকে ভিশন/লক্ষ্য ঠিক করে সমাজকে টেকসইয়ে ধাবিত করা, সরকারী প্রতিষ্ঠান ও সংস্থায় টেকসই মানের বাস্তবায়ন, টেকসই মান ব্যবহারে ফ্রেইমওয়ার্ক প্রতিষ্ঠা করাসহ গ্রীনট্যাক্স এবং টেকসই মান ব্যবহারে বাধ্যবাধকতার জন্য যুগোপযোগী আইনের বিধান প্রতিষ্ঠা করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টেকসই ব্যবসায়িক মডেল তৈরি করে প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরের সকল পক্ষকে অনুপ্রাণিত করে টেকসই মান পরিপালনের সবিশেষ উদ্যোগ সবসময় চলমান রাখতে হবে। এছাড়া টেকসই মান পরিপালনে ছলচাতুরী, বয়লার প্লেইট প্রকাশকরণ থেকে বিরত থেকে সঠিক মান, তথ্য, পদ্ধতি, ফ্রেইমওয়ার্ক ব্যবহার করে সকল প্রতিষ্ঠান পরিবেশ রক্ষায়, সামাজিক কল্যাণ নিশ্চিন্তে এবং অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি